নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মশহুদুল হক (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি বানিয়াচং উপজেলার সাগরদিঘী পূর্বপাড়া এলাকার মৃত সৈয়দ সিরাজুল হকের পুত্র।
শনিবার দুপুর ২টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সন্ধ্যার সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মশহুদুল হক’কে গার্ড অব অনার প্রধান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দেবপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এড.জাবিদ আলী, সাবেক চেয়ারম্যান আ.খ.ম ফখরুল ইসলাম, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহমান, প্যানেল চেয়ারম্যান (১) বশির আহমদ, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রকিব, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম প্রমুখ।
রাষ্ট্রীয় মর্যাদা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবপাড়া ইউনিয়নের সানু শাহ (রহঃ) মাজারের পাশে থাকে সমাহিত করা হয়।