নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান ও ২ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ ডিসেম্বর) যাচাই বাছাইয়ের ১ম দিনে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
চেয়ারম্যান পদে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক মোশাহিদ, হাফিজুর রহমান ও গণফোরামের মনমোহন দেব নাথের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে চলেছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক ড. মুশফিক হোসেন চৌধুরী।
তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে তাদের আপিল বৈধ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে চেয়ারম্যান পদে। আর তা না হলে ড. মুশফিক হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে আর কোন বাধা থাকবে না।
বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ নং ওয়ার্ডের দিলারা বেগম ও ৩ নং ওয়ার্ডে রোকেয়া খাতুন রুকুর মনোনয়ন বাতিল হয়। চেয়ারম্যান পদে একমাত্র আওয়ামী লীগ প্রার্থী ড. মুশফিক হোসেন চৌধুরী রয়েছেন। বাছাইকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আনোয়ার হোসেন, মো. আপন মিয়া, ফয়ছল মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত আসনের সদস্যগণ।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৯১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে ড. মুশফিক হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে থাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোমধ্যে নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোও শুরু করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাবিনা আলম মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।