চুনারুঘাট প্রতিনিধি : পরিবেশ ও মানব দেহের জন্য হুমকিস্বরূপ ইটভাটার কালো ধোঁয়া। আইন অমান্য করে প্রভাব কাটিয়ে অবৈধভাবে ইটভাটা স্থাপন করছেন সমাজের প্রভাবশালীরা।
এই ধারাবাহিকতায় আইনের তোয়াক্কা না করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অসংখ্য ইটভাটা নির্মিত হচ্ছে। ইদানিং ওই উপজেলার শ্রীকুটা বাজার সংলগ্ন কিছু ফসলি জমিতে ইটভাটা নির্মানের চেষ্টা করছেন এক প্রভাবশালী ব্যক্তি।
অথচ সরকারি আইন অনুযায়ী ইটভাটার এক কি. মি. এর মধ্যে কোনো আবাদি জমি ও ঘর বাড়ি থাকতে পারবে না। কিন্তু সে নিয়ম-নীতিকে উপেক্ষা করে বেআইনিভাবে গড়ে তোলা হচ্ছে ভাটাটি।
ভাটার পাশে বাজার, আবাদি জমি, হাই স্কুলসহ অসংখ্য ঘর বাড়ি রয়েছে। ভাটাটি নির্মিত হলে ওই স্কুলের কোমলপ্রাণ ছাত্র-ছাত্রীসহ পরিবেশ মারাত্মক বিপর্যয়ে পড়বে।
তাই এটি বন্ধের দাবীতে গতকাল উপজেলার শ্রীকুটা আলহাজ্ব আব্দুর রহমান মোক্তার কিন্ডার গার্টেনে আলাহাজ্ব আজিজুল হকের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার ইকরামুল মজিদ দুলালের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আঃ মতিন মাষ্টার, হাজী আমিন উল্লাহ, মোঃ আইয়ূব আলী, উক্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ ইমামুল মজিদ জালাল, আকিকুল ইসলাম বেনু, মাওঃ আঃ কাইয়ূম, হুসেন আহমেদ, কাজল মিয়া, মোঃ ফজলুর রহমান সহ শ্রীকুটা ও পাশ্ববর্ত্তী এলাকার সচেতন ব্যক্তিবর্গ।
বক্তারা ইটভাটার কালো ধোঁয়া যে পরিবেশ ও মানব দেহের মারাত্মক বরৈ তা তুলে ধরেন এবং আরো বলেন, সরকারের নিয়ম-নীতি ও প্রচলিত বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফসলি জমির উপর ও জনবসতিপূর্ণ এলাকায় এ ভাটাটি নির্মাণ করা হচ্ছে। তারা এই ভাটাটি বন্ধের দাবী জানান।