মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: সিলেটের কৃতি সন্তান প্রধান বিচারপতি এস.কে সিনহাকে মাধবপুরে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রধান বিচারপতি ঢাকা থেকে নিজবাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ যাওয়ার পথে সিলেটের প্রবেশদ্বার মাধবপুর ডাক বাংলায় যাত্রাবিরতি করেন তিনি। সেখানে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলীর নেতৃত্বে সমাজের বিভিন্ন পেশার লোকজন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মুক্তিযোদ্ধা মাহবুব উল আলম, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল আলম, সহকারী কমিশনার ভূমি মোঃ আমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, ওসি তদন্ত কে.এম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সুকোমল রায় প্রমূখ।