নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জনতা ব্যাংক শাখার উদ্যোগে ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশ ও গ্রামীণ নারীদের আর্ত সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ জনতা ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক রুহুল আমীন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী উদ্যোক্তাদের মধ্যে এ টাকার চেক বিতরণ করেন।
মাধবপুর শাখার ব্যবস্থাপক মনোরঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপ-মহাব্যবস্থাপক আক্তার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ব্যবস্থাপক মনোমোহন দাস, নোয়াপাড়া শাখা ব্যবস্থাপক এআইএম মমিনুর রহমান খান, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, ব্যাংক কর্মকর্তা রইছ উদ্দিন প্রমুখ।
পরে প্রধান অতিথি ৫ নারী উদ্যোক্তার মধ্যে সহজ শর্তে ২ লক্ষ টাকার ঋণ বিতরণ করেন।