মনিরুল ইসলাম শামীম, বাহুবল (হবিগঞ্জ) থেকে: বাহুবলের শাহজালাল উচ্চ বিদ্যালয় থেকে নির্যাতিতা ছাত্রীকে বহিষ্কারের বিষয়টি তদন্তে নেমেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। উপ-পরিচালক (কলেজ-২) মোঃ মেজবাহ উদ্দিন সরকারকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন সংক্রান্ত আদেশ গতকাল সংশ্লিষ্টদের কাছে পৌঁছেছে। অধিদপ্তরের সহকারী পরিচালক-সেসিপ (মাধ্যমিক উইং) মোঃ সবুজ আলম স্বাক্ষরিত পত্রে কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত ৪ ডিসেম্বর এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়।
সূত্র জানায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দরিদ্র পরিবারের জনৈক কিশোরী নতুনবাজার শাহাজালাল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে অধ্যয়ন করে। পার্শ্ববর্তী হিমারগাঁও গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী ফাতেমা বেগম গত ১৯ জুলাই তাকে ঢাকায় ভাল চাকরি দেয়ার প্রলোভন দিয়ে বাড়ি থেকে বের করে এনে উপজেলার যশপাল গ্রামের মৃত হোসেন আলীর পুত্র জাহির হোসেন এবং আজগর আলীর পুত্র সামছুদ্দিন ওরপে সমশের উদ্দিনের হাতে তুলে দেয়। তারা ওইদিন রাতে স্থানীয় মিরপুর বাজারের একটি ফার্নিচার দোকানে আটকে রেখে মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালায়।
পরদিন অন্যত্র পাচার করার সময় বাজারের পাহারাদার মেয়েটিকে উদ্ধার করে। পরবর্তীতে মেয়েটির পরিবার তাকে অধ্যয়নরত বিদ্যালয়ে প্রেরণ করতে চাইলে বাঁধসাধে স্কুল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের পরামর্শে নির্যাতিতার পরিবার বাড়িতে প্রাইভেট শিক্ষক রেখে পড়াশোনা অব্যাহত রাখে। পরবর্তীতে মেয়েটির পিতা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফি জমা দিতে বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন ম্যানেজিং কমিটি তার মেয়েকে বিদ্যালয় থেকে বহিষ্কার করেছে।
ফলে ২৮ নভেম্বর থেকে তাকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া যাবে না বলে সাফ জানিয়েছেন প্রধান শিক্ষক আইয়ূব আলী। এরপর নির্যাতিতা মেয়ের শিক্ষাজীবন বাঁচে তার পরিবার বিভিন্ন স্থানে ধর্ণা দিতে শুরু করে। বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নজরে এলে ৪ ডিসেম্বর বিভিন্ন পত্রিকার শিরোনামে পরিণত হয়। এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ওই মেয়েটিকে অবশিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেন এবং প্রধান শিক্ষকে শোকজ করেন। এ অবস্থায় মাউশি বিষয়টি তদন্তে নামলো।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্যাতিত ছাত্রীর সাথে বিদ্যালয় কর্তৃপক্ষের আচরণ যথাযথ হয়নি। বিষয়টি তদন্তে প্রমাণিত হলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরিচ্যূতি কিংবা এমপিও বাতিল এবং পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হতে পারে।