এস এইচ টিটু : মায়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে শাহজীবাজার (সুরাবই)সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে।
গতকাল শনিবার বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর সিটি পার্কের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, মাওলানা নূরুল হক ।
হাফেজ রুক্কুজ্জামান তারেক এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-মাওলানা আব্দুল কাইয়ুম,মাওলানা আব্দুল ওয়াহাব,আব্দুল হান্নান তালুকদার মহন,মাওলানা আব্দুর রহমান,মুফতি আশরাফুল ওয়াদুত,সৈয়দ মো: রাসেল,ইসহাক আলী সেবন,গাজী আব্বাস উদ্দীন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- মায়ানমারে মুসলমানদের বর্বর হত্যাকান্ড,নির্যাতন-নির্বিচারে গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকরী ভূমিকা রাখাতে জোর আহবান জানানো হয়।এবং মিয়ানমারে অং সান সূচীর শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাহার করার জোরালো দাবি জানানো হয়।
সেই সাথে বাংলাদেশ সরকারের উচিত সীমান্ত খুলে দিয়ে অসহায় মিয়ানমারের মুসলিমদের আশ্রয় দেওয়া।
সভায় আরও বলা হয়, এখন পশ্চিমা সহ বিশ্বের মানবতাবাদিরা আজ নিরবতা পালন করছেন কেন? আজকি মানবতা লঙ্গন হচ্ছে না।তারা এই নিরবতা পালনের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
বক্তারা অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর হত্যা নির্যাতন বন্ধের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরো কঠিন আন্দোলনেরও হুমকি দেন তাঁরা।
পরে নিহত মুসলমানদের আত্মার শান্তি কামনা করে দোয়ার মাধ্যমে মানববন্ধন ও প্রতিবাদ সভার সমাপ্তি ঘটে।এ মানববন্ধনে দলমত নির্বিশেষে শত শত ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।