নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে ডাকাতির মামলার আসামী ডাকাত হেলাল মিয়াকে (৩৫) গাজীপুর জেলার শ্রীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোররাতে শ্রীপুর উপজেলার নয়নবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত হেলাল হবিগঞ্জ সদর উপজেলার যমুনাবাদ গ্রামের ছুরত আলীর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশকে নিয়ে অভিযানা চালিয়ে নয়ন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত হেলাল ৮টি ডাকাতি মালার আসামী ।