নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরাম’র উদ্যোগে রবিবার সকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গরীব, দুঃস্থ, অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দারিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবিদ আলীর সভাপদিত্বে অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গজনাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, দেবপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান বশির আহমদ, সাংবাদিক এমএ আহমদ আজাদ, শাহ গুল আহমদ কাজল, মরিয়ম বেগম, মায়ারুন বেগম, শাহ রাবেয়া, আব্দুল মুকিত, আব্দুল আজিজ, জাকারিয়া চৌধুরী ও হোসনা বেগম প্রমূখ।