এস এইচ টিটু : সকল ঈদের সেরা ঈদ, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুরে উলামায়ে কেরাম ও নূরপুর যুবসংঘের উদ্যোগে জশনে জুলুসের র্যা লি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর নূরপুর হাফেজিয়া সুন্নি মাদ্রাসার সামন থেকে র্যা লিটি বের হয়ে নসরতপুর গেইট ও নূরপুর গ্রাম পদক্ষিন করে নূরপুর হাইস্কুল মাঠে জড়ো হন।
সেখানে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী,হাফেজিয়া সুন্নি মাদ্রাসার প্রতিষ্টাতা আলহাজ্ব আব্দুল মন্নাফ।
নূরপুর হাফেজিয়া সুন্নি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ বেলায়াত হোসেনে এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব আক্তার হোসেন,নূরপুর জামে মসজিদের ইমাম হাফেজ কাউসার আহমেদ ,হাফেজ খুরশীদ,তোফাজ্জল হোসেন অপু,হাফেজ শাহীন আলম ফারুকী,হাফেজ খায়রুল ইসলাম,সাইফুল ইসলাম সুজন,রিপু আহমেদ,মুন্না আহমেদ প্রমুখ।
উল্লেখ্য,পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে নূরপুর গ্রামে হাফেজ বেলায়াত হোসেনে এর উদ্যোগে সারারাত ব্যাপী ওয়াজ মাহফিল চলতেছে।