হবিগঞ্জ প্রতিনিধি : জ্বালাও পোড়াও ও নাশকতা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখা।
শনিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে সামনে প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিএমএ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সারোয়ার আলম, নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ উম্মে কুলসুম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. অসিত রঞ্জন দাশ, ডা. সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, ডা. মহসিন করিম, ডা. জিয়াউর রহমান, ডা. মাহবুব আলম, ডা. দেবাশীষ দাশ, ডা. শোভন, ডা. শামিমা আক্তার প্রমুখ।