চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খালেদ বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে গ্রামের সাধারণ মানুষ।
জানা যায়, চুনারুঘাট উপজেলার কাকাউশ (পাঁচগাঁও) গ্রামের আঃ গফারের পুত্র খালেদ (৪০), মফিজ মিয়ার পুত্র রয়েল মিয়া (২৩), উজাবত উল্লার পুত্র আঃ মালেক (৩৭), দীর্ঘদিন ধরে কাকাউশ (পাঁচগাঁও) গ্রামে ১০/১২ জনের একটি বাহিনী গঠন করে গ্রামে বিভিন্ন ধরনের অপকর্মসহ স্কুল ছাত্রীদের উত্যাক্ত করার অভিযোগ রয়েছে।
এ বাহিনীর বিরুদ্ধে কোর্টে একাধিক মামলা রয়েছে বলে গ্রামবাসী জানায়। খালেদ বাহিনীর বিরুদ্ধে গ্রামের কোন লোকজন প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলেই প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দামা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।