চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ডবল সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধায় ১০ নং মিরাশী ইউ/পির ভোলারজুম সাকিনে অভিযান চালিয়ে আঃজলিল ওরুফে ছালেক মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানাযায়,সিআর-১৯৬/১০মামলার এক বছরের সাজাপ্রাপ্ত এবং পারিবারিক মোকদ্দমা ৫৫/১১ মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ছালেক মিয়া।সে নিশ্চিন্তপুর গ্রামের আঃ রশিদ এর ছেলে।উক্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।