নিজস্ব প্রতিনিধি : বাহুবলে শহীদবেদীতে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্র“পে হাতাহাতির ঘটনা ঘটছে। এ সময় এক পক্ষ অপর পক্ষের পুষ্পস্তবক ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে দু’গ্র“পে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বিজয় দিবসের প্রথম প্রহরে (১৫ ডিসেম্বর দিবাগত রাত ১২টা)।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছর বিজয় দিবসের প্রথম প্রহরে বাহুবল উপজেলা পরিষদ কমপ্লেক্সস্থ শহীদবেদীতে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করে থাকে। এবারও একই সময়ে তোপধ্বনির পর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ আহমেদের নেতৃত্বে একগ্র“প ও সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল মিয়ার নেতৃত্বে অপরগ্র“প পুষ্পস্তবক অর্পন করতে চাইলে হাতাহাতির ঘটনা ঘটে। হেলাল গ্র“পের নেতাকর্মীদের অভিযোগ, জুনায়েদ গ্র“পের নেতাকর্মীরা তাদের পুষ্পস্তবক ছিড়ে ফেলেছে। এ ঘটনায় শহীদ মিনারের সামনে উত্তেজনা সৃষ্টি হলে তাৎক্ষণিক ভাবে সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি জানাজানি হলে উভয়গ্র“পে উত্তেজনা সৃষ্টি হয়।
উল্লেখ্য, একযুগ পর চলতি বছরের ২০ এপ্রিল জেলা সদরে সম্মেলনের মাধ্যমে জুনায়েদ আহমেদকে সভাপতি ও হুমায়ূন রশিদ রিমনকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট বাহুবল উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কিছুদিন পরই সাধারণ সম্পাদক সরকারি চাকরিতে যোগদানের লক্ষ্যে পদত্যাগ করেন। এতে দলে হযবরল অবস্থা সৃষ্টি হয়। ১২ সেপ্টেম্বর সভাপতি জুনায়েদ আহমেদের বিরুদ্ধে অনাস্থা দেন সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল মিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা। এ বিষয়টিকে কেন্দ্র করে ছাত্রলীগ কার্যত দু’গ্র“পে বিভক্ত হয়ে পড়ে। এরপর থেকে বিবদমান দু’গ্র“প পৃথক ভাবে দলীয় কর্মসূচি পালন করতে শুরু করে।
এদিকে, বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদবেদীতে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষের ঢল নামে। একে একে শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাহুবল মডেল প্রেস ক্লাব, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা যুবলীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিকলীগ, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, বাহুবল বাহুবল ডিগ্রি কলেজ, বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সংঘ, কিশলয় জুনিয়র হাই স্কুল, স্টুডেন্ট এসোসিয়েশন বাহুবল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ প্রভৃতি সংগঠন।