


নবীগঞ্জ থেকে : নবীগঞ্জের কিশোরী কন্যা প্রেমের টানে মৌলভীবাজারের প্রেমিকের সাথে পালিয়ে গেছে। কিন্তু নানার অপহরণের মামলায় ওই কিশোরীকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। জানা যায়, নবীগঞ্জ উপজেলার ভানুদেবপুর গ্রামের সহিদ মিয়ার কিশোরী কন্যা রুশেনা আক্তার (১৪) সম্প্রতি তার নানার বাড়ি মৌলভীবাজার সদরের আলাপুর গ্রামে বেড়াতে যায়। ওই গ্রামের আব্দুল হকের পুত্র ফোন ব্যবসায়ী জুনেদ মিয়া (২০) এর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। একজন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। বিষয়টি আচঁ করতে পেরে রুশেনার নানা খোয়াজ আলী রুশেনাকে গালমন্দ করে তার পিত্রালয়ে পাঠিয়ে দেয়। গত শনিবার গভীর রাতে পিত্রালয় থেকে জুনেদের সাথে পালিয়ে যায় রুশেনা। এ ব্যাপারে রুশেনার নানা খোয়াজ আলী বাদি হয়ে নবীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নবীগঞ্জের বেঠাখালী গ্রাম থেকে পুলিশ রুশেনাকে উদ্ধার করে। এসময় প্রেমিক পালিয়ে যায়। গতকাল সোমবার ডাক্তারী পরীক্ষা শেষে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রশিদ আহমেদ মিলনের আদালতে প্রেরণ করলে জবানবন্দি গ্রহণ শেসে আদালত তার নানার জিম্মায় মুক্তি দেন।