রায়হান আহমেদ, চুনারুঘাট প্রতিনিধি ॥ বিজয় দিবস হলো বাঙালি জাতির পরম সুখ ও আনন্দের। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি চুড়ান্ত স্বাধীনতা অর্জন করে। শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ৭নং উবাহাটা ইউনিয়নে বিজয় দিবস পালন করা হয়েছে। গত শুক্রবার ১৬ই ডিসেম্বর সকালে চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন সংলগ্ন দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষ্যে ছড়া-কবিতা, দেশাত্ববোধক গান, চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. রজব আলী। বিশেষ অতিথি ছিলেন, প্যানেল চেয়ারম্যান মো. চান্দ আলী, ইউ.পি সদস্য মো. হামিদ মিয়া, সৈয়দ আলী, আবু তাহের, লিলু মিয়া, মহিলা সদস্য রোকেয়া খাতুন, শাহেনা আক্তার, নূরজাহান বেগম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউ.পি সচিব রান্টু কুমার, রাসেল, সফু, রায়হানসহ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভার পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি রজব আলী বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। পেয়েছি স্বাধীনতার স্বাদ। তাই বাংলার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্বরণ করছি। তিনি অর্জিত স্বাধীনতা রক্ষায় সমাজের সকলের প্রতি আহ্বান জানান। পরে লাল-সবুজের পতাকা ছিনিয়ে আনতে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাতের জন্য মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।