নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর নিজামপুর গ্রামে সাব্বির (৬) নামের এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, সাব্বির শনিবার নিজামপুর গ্রামের আব্দুল মোকদারিরের পুত্র সাব্বির স্থানীয় ব্র্যাক স্কুলে ক্লাস শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নিজামপুর গ্রামের সালাম হত্যা মামলার আসামী তালিব হোসেনের পুত্র সাইফুল ইসলাম, মনফর মিয়ার পুত্র মস্তু মিয়া, মন্নাফ মিয়া ও জাহাঙ্গীরসহ একদল লোক স্কুল ছাত্র সাব্বিরকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে তার অবস্থার অবনতি হলে কতর্ব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।