হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে কিবরিয়া পৌর মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধকে যেভাবে কাছ থেকে দেখেছেন অন্যরা সেভাবে দেখেননি। তাই মুক্তিযোদ্ধাদের মাধ্যমে হবিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হলে তা হবে সঠিক ও যথাযথ।’
তিনি আরো বলেন, ‘আগামী বিজয় দিবসের আগেই প্রতিটি উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে স্বস্ব এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পরবর্তীতে জেলা ইউনিট কমান্ডের অধীনে বোর্ড গঠন করে পুরো জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করা হবে।
এ উদ্যোগ বাস্তবায়ন হলে পুরো রচনা প্রচার ও প্রকাশনা এবং অর্থায়নের দায়িত্ব পালন করবেন বলে প্রধান অতিথির বক্তৃতায় ঘোষণা দেন। এডভোকেট মো. আবু জাহির মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন ‘আপনারা মহান মুক্তিযুদ্ধে যেমন সংগ্রাম করেছেন, এখনো আপনাদের সংগ্রাম ফুড়িয়ে যায়নি। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো এদেশে অপতৎপরতা চালাচ্ছে। তারা এদেশে পাকিস্তানী ভাবধারা চালু করতে চায়। তাই বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান সংগ্রাম হচ্ছে এ স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তাদেরকে সামাজিকভাবে বয়কট করা।’
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, সাবেক জেলা ইউনিট কমান্ডার আব্দুর রহিম জুয়েল ও হবিগঞ্জ সদর উপজেলা ইউনিট কমান্ডার আব্দুস সহিদ। সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ আলী টিপু, সৈয়দ জাহিদুল ইসলাম, এডভোকেট সালাউদ্দিন, আব্দুস সামাদ, পৌর কাউন্সিলর মো. আবুল হাসিম ও খালেদা জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া। সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, মোঃ আব্দুল আওয়াল মজনু, মো. আলমগীর, পিয়ারা বেগম, পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন মুফতি বেলাল আহমেদ চৌধুরী, গীতা পাঠ করেন গৌর প্রসাদ রায়। কণ্ঠশিল্পী সিদ্ধার্থ বিশ্বাসের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশন করেন হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দ। পরে ১৮৫ জন বীর মুক্তিযোদ্ধাদের হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে সম্মাননা উপহার প্রদান করা হয়।