এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ সচেতন ছাত্র-যুব পরিষদ উদ্যোগে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদে এবং জড়িত বখাটেদের শাস্তির দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি সঃ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, মাসুদুর রহমান বাবু।
মোশাররফ হোসেন শাহেদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন – হুমায়ুন কবীর সৈকত, জিতু আহমেদ মাখন, সিতার আহমেদ, হারুন সাঁই,জিতু লস্কর,সেন্টু রায়,আব্দুল আলি সেন্টু, বেলাল মিয়া,এবাদুর রহমান সুমন, মাসুক আহমেদ, সালাহউদ্দিন লিটন, একেএম শরিফ,আব্দুল মুমিন,ওয়াসিউজ্জামান নিপু, লুতফুর নাঈম, জিতু লস্কর,করিম হোসেন সেলিম,মোঃ ফখরুল আলম সাইদুল ইসলাম সোহাগ,হাবিবুর রহমান বেলাল, সাইফুল ইসলাম সোহাগ, বান্না চৌধুরী, সাবাজ আহমেদ, পাভেল,লিটন,শুভসহ আরো অনেকে।
বক্তারা জড়িত বখাটেদের এবং তার প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি, জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ উর্ধ্বতন বরাবর স্মারকলিপি ও মানববন্ধন কর্মসুচী পালনের ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়টিতে একদিকে বিজয় দিবসের অনুষ্ঠান চলছিল। অন্যদিকে বখাটেরা এ স্কুলে প্রবেশ করে সনাতন পরিবারের ৮ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে দরজা বন্ধ করে শ্লীলতাহানী করে। এ সময় এ ছাত্রী বখাটের হাত থেকে রেহাই পেতে সুর চিৎকার শুরু করে। পরে স্কুলের শিক্ষক ও স্থানীয় লোকেরা এসে ছাত্রীকে উদ্ধার করেন।