নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সীমের গাঁও ও সৈয়দাবাদ দুই গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দির্ঘ্যদিন ধরে একটি বিল নিয়ে সীমের গাঁও ও সৈয়দাবাদ গ্রামবাসীর মধ্যে বিরুধ চলে আসছে। এ বিরুধের জের ধরে সোমবার সকালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।
সংঘর্ষে গুরুত্বর আহত অবস্থায় এমরান মিয়া (২০), শফিক মিয়া (৪৫), আশিক মিয়া (৩০), আজিজুল ইসলাম (২২), ফজল মিয়া (১৯), আব্দুল আলী (৫৫), দুলাল মিয়া (১৮), শাহাব উদ্দিন (২৩), দুলন মিয়া (১৮), জানেরা বেগম (৩২) ও সহিবুর রহমানকে (২৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমীক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।