খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আবু তাহের-এর সাথে পৌর শ্রমিকলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে চুনারুঘাট পৌর শ্রমিকলীগের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুলের নেতৃত্বে এ পরিচিত সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনিসুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. শাহ জাহান চৌধুরী, জেলা তরুনলীগ যুগ্ন-আহবায়ক আহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কৃষকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক নুর ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল হাই, সাংস্কৃতি সম্পাদক আঃ ছালামসহ প্রত্যেক ওয়ার্ডের পৌর কমিটির সভাপতি/সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা চেয়ারম্যান নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে আওয়ামী রাজনীত করতে হবে। রাজনীতটা হল এক ধরনে ইবাদাত। নিষ্টার সাথে রাজনীতি করলে অনেক সুফল পাওয়া যায়।
দিনে আওয়ামীলীগ করে রাতে রাজাকারদের নিয়ে আড্ডা দিবেন তা হবে না। এ দেশ আর কখনও পাকিস্তান হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আপনার এগিয়ে যান আমি আপনাদের সব সময় পাশে আছি।