আজিজুল হক নাসির: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা ছনবাড়ী থেকে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
জানা যায়,২০ ডিসেম্বর বেলা ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের সুবেদার দবির উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি উপজেলার ছনবাড়ী নামক স্থানে অভিযান চালালে বিজিবির আঁচ পেয়ে মদের বস্তাটি রাস্তায় ফেলে ব্যবসায়ী পালিয়ে যায়।
যাতে ৪৫ বোতল ম্যাক-দোয়েল ও ৩০ বোতল অফিসার চয়েজ নামের ভারতীয় মদ ছিল।