নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারস্থ বেপরোয়া ট্রাক্ট্ররের চাপায় প্রাণগেল সাবাজ মিয়া (১৫) নামে এক কিশোরের।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রানীগাও রোডে এ দুঘর্টনা ঘটে। সে পৌর শহরের বাগবাড়ীর গ্রামের চেরাগ আলীর পুত্র।
স্থানীয়রা জানান, মাটি ভর্তি একটি ট্রাক্ট্রর বেপরোয়া গতিতে কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ট্রাক্ট্ররের চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ট্রাক্ট্ররটি আটক করে পুলিশকে খবর দেয়। চুনারুঘাট থানা পুলিশ কিশোরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।