নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজিত সূত্রধর (২৪) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাংগর গ্রামের অতিন্দ্র সূত্রধরের ছেলে।
নিহত অজিতদের ছোট ভাই শান্ত সূত্রধর জানায়, সকালে অজিত তার ঘরের একটি বিদ্যুতের লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবসত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসব তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।