হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর নতুন বাস টার্মিনাল এলাকায় টমটম উল্টে শাহেদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
শাহেদ আলী জেলার বানিয়াচং উপজেলার মকরমপুর গ্রামের আতাহার আলীর ছেলে।
জানা যায়, শাহেদ আলী গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) তার শ্বশুর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার জগতপুরে বেড়াতে যান। শনিবার সকালে ওই এলাকার পাইকপাড়া বাজার থেকে রড, সিমেন্ট ও টিন কিনে একটি টমটমযোগে বাড়ি ফিরছিলেন তিনি। টমটমটি নতুন বাস টার্মিনাল এলাকার কাছাকাছি এসে একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে শাহেদ আলী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।