নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মাসুক মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাসুক মিয়া বগুড়া সদর উপজেলার গাইবান্দা গ্রামের সাইদুর রহমানের পুত্র। সে ঠিকাদার মোবারক হোসেনের সাথে ইলেকট্রিশিয়ানের কাজ করত।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতা বশত তারে হাত স্পর্শ হলে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর থানার এসআই রাকিবুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।