


মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে বডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকালে ৫৫ বডারগার্ড বাংলাদেশ(বিজিবি) তেলিয়াপাড়া বাঁশ বাড়ি ক্যাম্পর ইনচার্জ সুবেদার আবু হানিফের নেতৃত্বে একদল জোয়ান তেলিয়াপাড়া চা-বাগানের ১৬নং নতুন টিলার ভাজন দাশের স্ত্রী রিনা দাশের বাড়ি থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।