নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও পিএসপি ও জেএসসি পরীক্ষায় বাহুবলের মিরপুর দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল সাফল্য অব্যাহত রেখেছে।
পিএসসি পরীক্ষায় ৩০জন পরীক্ষার্থীর মাঝে ৭টি জিপিএ-৫ সহ শতভাগ এবং জেএসসি পরীক্ষায় ৩৬জন পরীক্ষার্থীর মাঝে ৭টি জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য লাভ করেছে।
পিএসসিতে জিপিএ-৫ প্রাপ্তরা হলো- নওরীন জান্নাত তাছনিম, হাফিজা আক্তার সাথী, ইশরাত নাহিদ তানজিম, শাহারিয়ার আহমেদ সাফি, নাঈম আহমেদ, সননিগম সূত্রধর সনেট।
জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্তরা হলো- সায়মা তালুকদার সীমা, সৃষ্টি রাণী দত্ত, তপু দেব নাথ, মেহেদি হাসান হৃদয়, মোস্তাক আহমেদ নাঈম, সৌরভ দেব, বিশাল দেব,।
ফলাফল প্রকাশিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক আইয়ূব আলী বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে “জ্ঞানে ও চরিত্রে উন্নত জাতি গঠনের প্রত্যয়”, এই সোগানকে সামনে রেখে এবং সকল শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটি সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌছে যাচ্ছে।
এমন সাফল্যময় ফলাফলের জন্য তিনি সকল শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।