নিজস্ব প্রতিনিধি: বাহুবলে এক ঝাঁৎর দায়ের কুপে অপর ঝাঁ গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা ৬টায় উপজেলার পুটিজুরী বনবিটের ৫টিলা ভিলেজার পল্লীতে। গুরুতর আহতাবস্থায় হাছিনা বেগম (৫৫) নাম্মী মহিলাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, রোববার বিকেলে ক্ষেতের আলু গাছ ছাগলে খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে হাকিম উল্লার স্ত্রী ছফিনা আক্তার (৩৫) এর সাথে তার ঝাঁ মখলিছ মিয়ার স্ত্রী হাছিনা বেগম (৫৫) এর বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে ছফিনা আক্তার ধারালো দা দিয়ে কুপিয়ে তার ঝাঁ হাছিনা বেগমকে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হাছিনা বেগম হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন।