মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।এসময় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর ,অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
শনিবার সন্ধ্যায় নারায়নপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, নারায়নপুর গ্রামে আবু বক্কর সিদ্দিকের নিকট একই গ্রামর নুরু মিয়া পাওয়া টাকা চাইতে গেলে দুইজনের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের কয়েকটি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আহতরা হল, শেলিনা বেগম (৩৫) আলাউদ্দিন (৪০), আলম মিয়া (৩৮), শফিক মিয়া (৩০) সাবের মিয়া (৩৫), আবু বক্কর (৪০) ।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।