নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের শেরফরাজ পুর গোপলার বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন আল-আমিন হাশেমী সুন্নিয়া মাদ্রাসায় গতকাল শনিবার সকালে মঈন উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও অএ মাদ্রাসার সুপার আলিম উদ্দিনের পরিচালনায় মাদ্রাসার ছাএ-ছাএীদের মধ্যে বই বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড,মোঃ জাবিদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শাহ মোঃ আলী হায়দার (ইউ কে এডুকেশন ষ্টাষ্ট ক্যাশিয়ার নবীগঞ্জ) এবং মোঃ হেলাল আহমেদ (ইউ/পি সদস্য ৪নং ওয়াড) অন্যানদের মধ্যে উপস্তিত ছিলেন মাও ইরফান উদ্দিন (খতিব গোপলার বাজার জামে মসজিদ) মোঃ আঃ মুহাইমীন, মাও মোশাহিদ আলী, মাও বদরুজ্জামান, মোঃ জুয়েল আহমেদ (গোপলার বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সদস্য), মোঃ জাকির মিয়া (উপদেষ্টা অএ মাদ্রাসা), মোঃ মুহিব খান (গোপলার বাজার উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সদস্য), ডা, আশিকুর রহমান (পরিচালক অএ মাদ্রাসা), সাংবাদিক মামুন আহমেদ,জাবেল আহমেদ,মাদ্রাসার শিক্ষক রুমান আহমেদ ও শিক্ষিকা শাহিদা আক্তার,জেসমিন আক্তার,শাহ লাভলী আক্তার প্রমুখ সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবগরা উপস্তিত ছিলেন। পরে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।