মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে ‘উন্নয়নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এ শ্লোগান নিয়ে সোমবার থেকে তিন দিন ব্যপী হবিগঞ্জে শুরু হচ্ছে উন্নয়ন মেলা । বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রধান মন্ত্রী শেখহাসিনা, এমপি মেলার শুভ উদ্ভোধন করবেন।
হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসন কতৃক উক্ত মেলার আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্যেশে জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, জেলা, উপজেলা পর্যায়ে সরকারী সকল বিভাগ, দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্টান সমুহ কতৃক বর্তমান সরকারের ২০০৯-২০১৬ মেয়াদে সাফল্য ও ভবিষ্যৎ কর্ম পরিপল্পনাসহ প্রধন মন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ।
এর মধ্যে একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বাসস্থান, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সামজিক নিরাপত্তা কর্মসূচি, ও ঘরে ঘরে বিদ্যুৎ।
সম্মেলনে তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরা যাতে জনগণ সরকারের উন্নয়ন কাজে সম্পৃক্ত হতে পারে এবং সরকারের মুখপাত্র হিসেবে প্রচারণায় অংশ করতে পারে। তাছাড়া সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সাফল্য প্রচার ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে জনগনকে উদ্বুদ্ধ করা। এ সময় সাংবাদিকদের মাঝে বক্তৃতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ অনলাইন প্রেসাক্লাবের সভাপতি মোঃ রফিকুল হাসান চৌধুরী তুহিন, সংাদিক চৌধুরী মোঃ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান প্রমূখ। সরম্মলনে প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উন্নয়ন মেলায় ৫৭টি স্টলে বিভিন্ন দপ্তর কতৃক প্রদত্ত সেবা দয়া হবে। এর মধ্যে ভূমি অফিস কতৃক পর্চার আবেন ও প্রদান, ভিপি লিজ নবায়ন, নামজারী আবেদন গ্রহন এবং প্রযোয্য ক্ষেত্রে মেলা চলাকালীন ৩দিনের চুরান্ত আদেশ প্রদানসহ খতিয়ান প্রদান। ইটভাটার লাইসেন্সের আবেদন গ্রহন, স্বাস্থ্য বিভাগ কতৃক মেলা চলাকালিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হবে।
তাছাড়া কৃষকদের কৃষি সেবা। পাসপোর্ট আবেদন ফরম প্রদান ও ফরম পুরণে সহায়তা প্রদান। ফুড গ্রেইন লাইসেন্স আবেদ গ্রহন ও প্রদান। ভ্যাট নিবন্ধনের আবেদন গ্রহন ও নিবন্ধন সংখ্যা প্রদান। মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা।
মৎস্য চাষ ও রোগবালাই সম্পর্কে পরামর্শ। ট্রেড লাইসেন্স প্রদান। ইমাম প্রশিক্ষণের সময় ছুটির আবদন ফরম বিতরন। কল্যাণ ট্রাস্টের সাহায্যের আবেদন ফরম বিতরণ। মসজিদ পাঠাগার স্থাপনের জন্য আবেদন ফরম বিতরণ। বিভিন্ন ধরনের নলক’পের যন্ত্রাংশ মেরামত। বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ও বিনা মূল্যে আইনি পরামর্শ।
বিদ্যুতের নতুন সংযোগের আবেন ও অভিযোগ সমাধান। যানবাহন রেজিস্টেশনের আবেদ গ্রহন, বায়োমেট্রিক নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স আবদন গ্রহন এবং বিতরন। গর্ভবতি মায়েদের বিভিন্ন সেবা প্রদান ও মহিলা বিষয়ক অধিদপ্ত কতৃক অভিজ্ঞ কারিগর দ্বারা মোবাইল ফোনসেট সার্ভিস দেয়া হবে।