বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউপির পশ্চিম নছরতপুর গ্রামে দুই নারীকে দুধের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে সর্বস্ব লুট করে নিয়েছে বাসার দুই কর্মচারী।গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম নছরতপুর গ্রামের আব্দুর রহমান(কালা মিয়া) খামারের গরু দেখা শুনার জন্য প্রায় ৩ মাস আগে চাকুরি নেয় সিরাজগঞ্জ জেলার মোক্তার হোসেন ও তার ছোট ভাই খোকা মিয়া।
সোমবার রাতে দুই ভাই বাসার মালিক আব্দুর রহমান(কালা মিয়ার) স্ত্রী শফিনা বেগম (৫২)ও বোন সুগেরা বেগমকে(৬৫)দুধের সাথে নেচনানাশক ঔষধ খাইয়ে দেয়। পরে তারা অজ্ঞান হয়ে পড়লে দুই ভাই বাসায় থাকা টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে পালিয়ে যায়।সকালে পরিবারের অন্য সদস্যরা শফিনা ও সুমাইয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে ভর্তি করেন।