এস এইচ টিটু : হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা ঢাকায় বসবাসকারী কলেজ ছাত্রী সুরাইয়া হোসেন রিয়ার উদ্যোগে গরীব অসহায় ও শীতার্থদের মাঝে গরম শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রিয়ার গ্রামের বাড়ি নূরপুরে শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।এবং নূরপুর আব্দুল মন্নাফ হাফেজিয়ার মাদ্রাসার সকল ছাত্রদের মাজে ও গরম শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোরাইয়া হোসেন রিয়া, নিপা বাচ্চু, সাবেক ফুটবলার আক্তার হোসেন,দিদার হোসেন মানিক,অলি হোসেন লেচু,আরিফ হোসেন খোকন,জালাল মিয়া,আব্দুল কাদের আছাদ,দৈনিক শায়েস্তাগঞ্জ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু,হাফেজ বেলায়াত হোসেন,জয়,রাতুল,বিজয় প্রমুখ।
এ সময় রিয়া বলেন, প্রতি বছরের মত সবসময় যেন শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারি এবং ভবিষ্যতে যেন দুঃস্থদের আরো বেশি সহযোগিতার করতে পারি এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।