


মাধবপুর থেকে সংবাদদাতা : মাধবপুরে পূর্ব বিরোধের জের হিসেবে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা টাকা পয়সা ও প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর গ্রামের হাসুু মিয়ার পুত্র আব্দুল আউয়ালের (৪৫) সাথে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের মঞ্জুর আলীর ছেলে শাহজাহান এর সাথে। এর জের ধরে গতকাল সোমবার ভোরে আব্দুল আউয়ালের ঘরে কয়েকজন দূর্বৃত্ত প্রবেশ করে। এসময় ঘরের লোকজন দূর্বৃত্তদের বাঁধা দিলে তাদের মারধোর করে মূল্যবান কাগজ-পত্র ও নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীদের আঘাতে আব্দুল আউয়ালের স্ত্রী মাসকুরা খাতুন (২০),ভাতিজি রাবেয়া খাতুন (২৬), ভাই মালু মিয়া (৪৭)ও ভাতিজা সাওরুয়ার মিয়া (৩৬) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে।