নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় জেকে এন্ড এইচকে স্কুলের ছাত্রীকে উত্ত্যক্ত করায় মোজাম্মেল মিয়া (২১) নামে এক বখাটেকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
সে শায়েস্তানগর গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র।
এদিকে, বখাটেকে ধরতে পুলিশ অভিযান চালালে বখাটের হামলায় এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীসহ দুই পুলিশ সদস্য আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, শায়েস্তানগর এলাকার জেকে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার আসার পথে প্রায়ই উত্যক্ত করত মোজাম্মেল।
শনিবার দুপুরে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে শায়েস্তানগর-পইল রোডে তার গতিরোধ করে মোজাম্মেল।
এ সময় ওই ছাত্রী মোবাইল ফোনে হবিগঞ্জ সদর থানাকে বিষয়টি অবগত করলে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী ও এসআই সাহিদ মিয়া ঘটনাস্থলে গিয়ে মোজাম্মেলকে আটক করেন। পরে মোজাম্মেলকে উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করা হয়।
এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে মোজাম্মেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।