খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও পাউরুটি তৈরীর অপরাধে ২টি বেকারীর মালিককে ২৬ হাজার এবং একটি বেকারীর মালিককে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট সিরাজাম মুনিরা আসমপারা বাজারে অভিযান চালিয়ের উক্ত জরিমানা প্রদান করেন।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্টান হল, শাহপরান বেকারীর মালিক তাজুল ইসলামকে ৬ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদন্ড এবং মায়ের দোয়া বেকারীর মালিক সুমন মিয়াকে ২০ হাজার টাকা জরিমান ও বি-বাড়িয়ার জেলার বরইউড়া গ্রামের একটি ট্রাক ডাইভার রুনক উদ্দিনকে কাগজপত্র না থাকায় ২ হাজার টাকা জরিমানা আদার করা হয়।
ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন সিলেটের বিএসটিআই এর ফিল্ড অফিসার মেজবাউল হাসান, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির কৃষ্ণ কুমার সিংহ, চুনারুঘাট থানার এসআই জুলহাস উদ্দিন প্রমূখ।