শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক আনোয়ারা বেগমকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কারুজ্জামান আল রিয়াদ, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক কামরুল হাসান, মিজানুর রহমান সুমন, পিআইবি রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ।
এর আগে সকাল ১০টার দিকে হবিগঞ্জ সার্কিট হাউজে হবিগঞ্জে কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনি দিনে অংশগ্রহণ করেন পিআইবি এ পরিচালক।