চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারের নিকটে বসবাসরত বেধে পল্লীর শীতার্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজাম মুনিরা বেধে পল্লীতে গিয়ে প্রায় ২০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মাসুদুল ইসলাম, চুনারুঘাট সাংবাদিক ফোরামে সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেনে জমাদার, কার্য-সহকারী মোঃ রহুল আলীন। উল্লেখ্য, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান শাখা থেকে উক্ত শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়।