মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পুলিশকে মারধর করে দ্রুত বিচার মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তাঁর আত্মীয়-স্বজনরা।
সোমবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের হামলায় আহত ৬ পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আসামি ছিনতাই ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই কামরুল ইসলাম বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।
এ ঘটনায় মঙ্গলবার সকালে থানার উপপরিদর্শক আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে একদল পুলিশ গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে আসকর আলীর ছেলে কামাল মিয়াকে (৩৭) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের ৩২/০৮ নং মামলার ফেরারি আসামি উপজেলার গাজীপুর গ্রামের মাহমুদ হোসেনের ছেলে শিপন মিয়াকে গ্রেপ্তার করতে গেলে আসামির আত্মীয় স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হয়ে পুলিশকে মারধর করে। এতে এসআই কামরুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই মাছুম, কনস্টেবল ভজন দাস, কনস্টেবল মনির হোসেন আহত হন। তাদেরকে রাতেই মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে এসআই কামরুল ইসলাম শিপন মিয়াকে প্রধান আসামি ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, কর্তব্য কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।