হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের খোয়াই নদীর সুইচ গেইট এলাকা থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক জুটিকে আটক করেছে স্থানীয় জনতা।
পরে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
আটককৃত প্রেমিক জুটি হল, নবীগঞ্জ উপজেলার ইমাম বাড়ি এলাকার খাইরারামপুর গ্রামের মনিন্দ্র সরকারের পুত্র প্রেমিক মনা সরকার (২২) ও একই এলাকার প্রাণনার সরকারের মেয়ে লিপি সরকার (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে সুইচ গেইট এলাকায় ওই প্রেমিক জুটি অসামাজিক কাজে লিপ্ত হয়। পরে বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে জানাযানি হলে তারা তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করে উত্তম মাধ্যম দেয়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।