মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করাত কল বিধিমালা উপেক্ষা করে করাত কল ব্যবসা পরিচালনার দায়ে ৫টি করাত কলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বন বিভাগের সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে স্পেশাল ট্রাক্স ফোর্স অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াপাড়া সানু মিয়ার করাত কল, হুমায়ুন মিয়ার করাত কল, তেলিয়াপাড়ায় শওকত মিয়ার করাত কল, ফয়সল চৌধুরীর করাত কল ও জগদীশপুরে রজব আলীর করাত কলে অভিযান চালিয়ে করাত কলের যন্ত্রাংশ জব্দ করেন কর্মকর্তারা। এ সময় শাহপুর বন বিট কর্মকর্তা সৈয়দ মোয়াদ্দেস আলী, জগদীশপুর বন বিট কর্মকর্তা বীরেন্দ্র কিশোর ও চুনারুঘাট ফরেস্ট স্পেশাল স্ট্রাইকিং ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারি বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, করাত কল বিধিমালা মোতাবেক রিজার্ভ ফরেস্টের ১০ কিঃ মিঃ ও আন্তর্জাতিক সীমানার ৫ কিঃমিঃ মধ্যে কোন করাত কল স্থাপন করা যাবে না । এ সীমানার মধ্যে অবস্থিত সকল করাত কলের লাইসেন্স বাতিল করা হয়। এর বিরুদ্ধে কতিপয় করাত কল মালিক হাইকোর্টে রিট করেন। গত ১৬/১০/২০১৬ তারিখে করাত কল মালিকদের ওই রিট হাইকোর্ট খারিজ করে দেন।