নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মৌবাড়ী এলাকায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ৩ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে ১৭৩টি পরিবারে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
এ উপলক্ষে মৌবাড়ী ধনাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মোঃ আবরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির বলেন, উন্নয়নে বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বিদ্যুতের যে উন্নয়ন হয়েছে বিগত কোন সরকারের আমলে হয়নি। সরকার গ্রামীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে ও গ্রামীন জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে ব্যপক পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করে যাচ্ছে।
শনিবার বিকালে প্রধান অতিথি সরকারে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বর্তমান সরকার সারাদেশে ১ম শ্রেনী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, দরিদ্র বিমোচনের লক্ষ্যে বিধবা ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধিভাতাসহ কৃষি সরমঞ্জামদীর সহলভ্যকরণ ও দরিদ্রবিমোচনের লক্ষ্যে একটি বাড়ী একটি খামার প্রকল্প বাস্তবায়ন করেছে। তিনি বলেন অচিরেই হবিগঞ্জ-লাখাইকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।
পবিত্র কোরআন থেকে তেলায়তের মাধ্যেমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, পবিস এজিএম কম ফয়সল, পবিস ডাইরেক্টর আব্দুল মতিন মাস্টার ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন, আমীরুল ইসলাম আলম, শাহ রেজা উদ্দিন দুলদুল প্রমুখ।