চুনারুঘাট প্রতিনিধি ঃ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ঐতিহ্যবাহী গাতাবলা দাখিল মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান ২০১৭ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। এ উপলক্ষে অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়েছে।
গত ২৮জানুয়ারী রোজ শনিবার সকাল ১১টায় গাতাবলা দাখিল মাদ্রাসায় মাঠ প্রাঙ্গনে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মৌলানা মোঃ আঃ খালেক। সভা পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মৌলানা মোঃ খুর্শীদুল আলম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ মনিরুল ইসলাম (ঢুলু)। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সুরুজ আলী মেম্বার, বক্তব্য রাখেন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া (সাবেক মেম্বার)। মোঃ আবুল হারিছ (লিলু)। গাতাবলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল দত্ত, মোঃ গউছ মিয়া, মাদ্রাসার শিক্ষক মোঃ জাহাঙ্গীর মাস্টার।
সকল বক্তারা বলেন যে, প্রত্যেক ছাত্র/ছাত্রী যেন ভাল ফলাফল করে এ সুনাম অক্ষুন্ন রাখেন এবং নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে জীবনের প্রতিটি স্তরে সু-শিক্ষাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ব্রতী হতে পারেন সেই প্রত্যাশা করেন। এতে অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ২০১৭ সালে ৫০জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।