চুনারুঘাট প্রতিনিধি ॥ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি হওয়ায় অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী-কে চুনারুঘাট থানা মার্কেটের ব্যবসায়ীবৃন্দরা সংবর্ধনা প্রদান করেছন।
রোববার সন্ধ্যায় থানার মার্কেটের ব্যবসায়ী আব্দুল হাই প্রিন্সের দোকানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. কামরুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম, কাজী এম এ খালেক, ওয়াহিদুল ইসলাম জিতু, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, আব্দুল হাই প্রিন্স, মহুরী কালাম মিয়া।