মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে বোরো রোপনের ব্যস্ত সময় পার করেছেন কৃষকরা। খেথে খেথে ডুর (সুতা) টেনে চারা রোপন করছেন তারা। উপজেলার বিভিন্ন এলাকার কৃষি জমিতে ধানের চাড়া লাগানোর এখনই উপযোক্ত সময়।
এছাড়া সেলু গভির নলকুপ থেকে পানি সেচ দিয়ে জমিতে হালচাষ করে বোরো ধানের চারা রোপনের উপযোগী করতে ব্যস্ত সময় পার করেছেন কৃষকরা নানান প্রতিকুলতা মধ্য দিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ধানের চারা রোপন করেছেন কৃষকরা।
কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রতি কানি (৩০ শতাংশ) জমি চাষ বাবত ৬ শত টাকা চারা রোপনে ৮শত টাকা সারকিটনাশক ও স্বেচ বাবত ১৬০০ টাকা খরচ হবে। ফলন ভাল হলে প্রতি ৩০ শতাংশ জমিতে ১২-১৬ মন ধান পাওয়ার আশা করেন চাষীরা। জমি চাষের সময় বাংলা টিএসপি সার প্রতি বস্তা ১১ শত টাকা এবং বাংলা ডি.এ.পি ১২ শত ৫০ টাকা, ফটাশ (এম.ও.পি) ৭ শত ৫০ টাকা দরে ক্রয় করেছেন।
উপজেলার বিভিন্ন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্র করেছেন এমন অভিযোগ অনেক কৃষকদের। উপজেলার সদর সহ বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে কুচরা সার বিক্রেতাদের কোন কোন দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকায় নেই।
উপজেলার কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলিত মৌসুমে ২৫ হাজার একর জমিতে বোরো আবাদের লক্ষ্য মাত্রা দরা হয়েছে কিন্ত বর্তমানে ১৬ হাজার একর জমিতে চাষিরা বোরো ধান রোপন করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান, চলিত মৌসুমে বোরো আবাদের জন্য পর্যাপ্ত পরিমান সার মজুত রয়েছে। টি.এস.পি সারের সরকারি মূল্য ৫০ কেজির প্রতি বস্তা ১১ শত টাকা ইউরিয়া ৮ শত টাকা। এর বাহিরে কোন ডিলার সার বিক্রয় করলে তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।