মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলেছেন মাদক সমাজকে ধ্বংস করে দেয়। মাদক মুক্ত দেশ গড়তে জনত্রেনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিজেকে মাদকমুক্ত রেখে নায়করাজ রাজ্জাক, সেরা অভিনেত্রী ববিতা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশ সেরা ক্রিকেটার মাশরাফি অথবা মোস্তাফিজের মতো সেরা আইকন হওয়ার চেষ্টা কর।
তিনি সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ ও আলিফ সোবহান চৌধুরী কলেজের যৌথ আয়োজনে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। প্রধান অতিথি সভা শেষে উপস্থিত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাদকদ্রব্য বর্জনের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পরপরই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এবং বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন ও প্রভাষক আব্দুল হাই ভূইয়ার যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এনডিসি পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ পিপিএম, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র এএসপি রাসেলুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ফজলুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, কলেজ গভর্নিং বডি’র সদস্য জাহিদুল ইসলাম জিতু মিয়া প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল।
সভায় মাদক বিরোধী নানা ধরণের শ্লোগানের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অতিথিসহ উপস্থিত সবাই ‘মাদক মুক্ত সমাজ গড়ার’ শপথ গ্রহণ করেন।