রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ হবিগঞ্জ শহরের প্রাইমারী টির্চাস ট্রেনিং ইন্সস্টিটিউট (পি,টি,টি আই) ক্যাম্পাসে শুরু হয়েছে ‘শিক্ষা উপকরন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান’।
আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত দু’দিন ব্যাপী এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূর ইসলাম, পি,টি,টি আই’র সুপারিনটেনডেন্ট মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসন আইসিটি বিভাগের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরশাদ, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটীম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ ফখরুজ্জামান।
মেলায় পি,টি,টি আই’র প্রশিক্ষনার্থী ও জেলার বিভিন্ন উপজেলাস্থ বেশ কয়েকটি প্রাইমারী স্কুলের শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষা উপকরন নিয়ে… স্টল দিয়েছে। এদিকে এই কর্মসূচীর প্রথম দিনের অনুষ্ঠানে মেলায় উপচে পড়া শত শত শিশু-নারী-পুরুষ সহ শিক্ষক-শিক্ষার্থীদের সমাগমে সংশ্লিস্ট প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
আগামীকাল বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।