নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মোঃ সোহেল মিয়া (৩০) নামের এক হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৯।
শুক্রবার ভোররাতে চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ছিলামী গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে।
র্যা ব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে এএসপি মোহাম্মদ খোরশেদসহ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন শায়েস্তাগঞ্জ মোড় এলাকা হতে চুনারুঘাট থানার মামলা হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।