নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে আন্তঃজেলা দুই ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাতরা হল, বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের আইয়ূব আলীর পুত্র কুতুব আলী (৩০) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের জব্বার মিয়ার পুত্র সুহেল আহমেদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় ডাকাতরা আদালতে মামলার হাজিরা শেষে ফিরছিল।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার রাতভর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। তাদের কাছ থেকে আরো তথ্য জানতে জানতে তাদেরকে রিমান্ডে আনা হবে বলে জানান সদর থানার ওসি।